নয়া দিল্লী, ০৮ ফেব্রুয়ারি- বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের উপরে জবাবি ভাষণ দিতে গিয়ে নোটবাতিলের জেরে সাধারণ মানুষের হয়রানির প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। নোটবাতিলের পর থেকেই নানা সময়ে একাধিক নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সবকিছুকেই ছাপিয়ে গেলেন তিনি। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোলে ছবির গব্বর সিংহের সঙ্গে তুলনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে গব্বর সিংহের কী মিল খুঁজে পেলেন মমতা? বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের উপরে জবাবি ভাষণ দিতে গিয়ে নোটবাতিলের জেরে সাধারণ মানুষের হয়রানির প্রসঙ্গ টেনে আনেন তিনি। অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতিবাদ করলেই গ্রেফতার করা হচ্ছে। ঠিক যেমনটা করা হয়েছে তৃণমূলের সাংসদদের। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভয়ে মুখ বুজে সবাই তাঁর সব সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হচ্ছেন। ঠিক যেভাবে শোলে ছবিতে রামগড়ের বাসিন্দারা গব্বরের ভয়ে তার অত্যাচার মেনে নিতে বাধ্য হত। তবে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। মুখ খোলেন ভাঙড়ের জমি আন্দোলন প্রসঙ্গেও। কিন্তু সবকিছু ছাপিয়ে যায় নরেন্দ্র মোদীর সঙ্গে গব্বর সিংহের তুলনা করা। আর/১৭:১৪/০৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lqekSj
February 09, 2017 at 12:58AM
08 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top