রুহানিকে হুমকি দিলেন ট্রাম্প

4ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কথা বলার বিষয়ে তার সতর্ক হওয়া উচিত। ইরানিদের সঙ্গে হুমকির ভাষায় কথা বলা ব্যক্তিদের অনুশোচনায় পুড়তে হবে— রুহানির এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার এভাবে পরোক্ষ হুমকি দিলেন ট্রাম্প।

ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের ৩৮ বছর পূর্তির সমাবেশে রুহানি বলেন, ”ইরানিদের প্রতি হুমকি দিয়ে যেই কথা বলুক না কেন, তাকে অনুশোচনা করতে বাধ্য করবে ইরানিরা। ইরানের সরকার ও সশস্ত্র বাহিনীকে যে-ই হুমকি দেবে, তার জানা উচিত, আমরা সদাসতর্ক আছি”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানের প্রেস কেবিনে ট্রাম্পের সংক্ষিপ্ত এক উপস্থিতির সময় রুহানির বক্তব্যের বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ”সতর্ক থাকাই তার জন্য ভালো হবে।” ওই সময় ট্রাম্প ওয়ান ফোর্স ওয়ানে করে মার-আ-লাগো অবকাশ কেন্দ্রে যাচ্ছিলেন।

ঐতিহাসিক পরমাণু চুক্তির ফলে যুক্তরাষ্ট্র-ইরানের দীর্ঘদিনের শীতল সম্পর্কে কিছুটা উষ্ণতা ছড়ালেও ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই আবার সে সম্পর্কে টানাপোড়েন চলছে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kjBvMl

February 12, 2017 at 01:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top