শিবগঞ্জে সারের দাম বেশী নেয়ার প্রতিবাদে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে সরকার নির্ধারিত সারের দামের চেয়ে বেশি দাম নেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় কৃষকরা। ঘটনার খবর পেয়ে স্থানীয় কৃষি বিভাগ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে মনাকষা বাজারের বলরাম ও শ্রী প্রভাত কুমারের সারের দোকানে ইউরিয়া সার সরকার নির্ধারিত ৮’শ টাকার পরিবর্তে ৮’শ ৫০ টাকা এবং ডি.এ.পি সার ১২’শ ৫০ টাকার পরিবর্তে ১৪’শ ২০ টাকা নেয়ার প্রতিবাদে  একই উপজেলার নামোজগন্নাথপুর গ্রামের কৃষক আঃ রাকিব, মাহিদুর রহমান এবং লিয়াকত আলীসহ অন্যরা বিক্ষোভ করে। খবর পেয়ে সেখানে আরও অন্তত ২৫/৩০ জন কৃষক এসে তাদের সাথে বিক্ষোভে যোগ দেয়। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস এবং শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় ঐ ২ সারের দোকানদারকে নায্য মূল্যে সার বিক্রির নির্দেশ দেয়া হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম আমিনুজ্জামান জানান, সার বিতরন নিয়ে সামান্য সমস্যা হলেও তা স্থানীয়ভাবে সমাধান হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2kGzMBF

February 14, 2017 at 01:17PM
14 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top