আগামী ৫ এপ্রিল থেকে মাঠে গড়াবে আইপিএলের ১০ম আসর। এর আগে ২০ ফেব্রুয়ারি দলগুলোর নিলাম অনুষ্ঠিত হয়েছে। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে নতুন ৯ জন খেলোয়াড় কিনেছে কলকাতা। যার মধ্যে বিদেশি খেলোয়াড় রয়েছেন ৫ জন ও দেশি খেলোয়াড় রয়েছেন ৪ জন। ৯ জন খেলোয়াড়কে কিনতে ১৪.৩৫ কোটি রূপি খরচ করতে হয়েছে কেকেআরকে। সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছিল ট্রেন্ট বোল্টকে। এবার তাকে লুফে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে শাহরুখ খানের দলের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন তিনি। ৫ কোটি রূপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা। ইংল্যান্ডের ক্রিস ওয়াকসনকে ৪.২ কোটি রূপিতে এবং অস্ট্রেলিয়ার নাথান কাল্টার নীলকে ৩.৫ কোটি রূপিতে কিনেছে কেকেআর। নতুনদের তালিকায় আরো রয়েছেন ঋষি ধাওয়ান, ড্যারেন ব্রাভো, রোভম্যান পাওয়েল, সায়ান ঘোষ, সঞ্জয় যাদব, ইশাঙ্ক জাগ্গি। ডেথ ওভারে বোলিং করতে পারদর্শী ও কার্যকরী অলরাউন্ডারদের দলে ভেড়ানোর চেষ্টা করেছে কলকাতা। পাশাপাশি শেষ দিকে ভালো ব্যাট করতে পারে এমন হার্ড হিটার ব্যাটসম্যানও খুঁজেছে তারা। কলকাতা নাইট রাইডার্সের চূড়ান্ত স্কোয়াড: গৌতম গাম্ভীর (অধিনায়ক), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কুলদ্বীপ যাদব, মানিশ পান্ডে, সুর্যকুমার যাদব, পীযুষ চাওলা, রবীন উথাপ্পা, সাকিব আল হাসান, ক্রিস লিন, উমেশ যাদব, ইউসুফ পাঠান, শ্যাল্ডন জ্যাকশন, অঙ্কিত রাজপুত, ট্রেন্ট বোল্ট, ক্রিস ওয়াকস, নাথন কাল্টার নীল, ঋষি ধাওয়ান, রোভম্যান পাওয়েল, সঞ্জয় যাদব, ইশাঙ্ক জাগ্গি, ড্যারেন ব্রাভো ও সায়ন ঘোষ। এফ/০৮:৪৫/২৮ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2l6HF7J
February 28, 2017 at 02:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন