মুম্বাই, ১১ ফেব্রুয়ারি- মহেন্দ্র সিংহ ধোনি নন। তাঁর স্ত্রী সাক্ষী সিংহ রাওয়াত বড় সড় ঝামেলায় জড়িয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি রাজনীতিতে নামবেন কি না, সেই প্রশ্নের জবাব পরে পাওয়া যাবে। তবে ধোনির মাথাব্যথার কারণ হয়ে এখন ধরা দিয়েছেন তাঁর স্ত্রী সাক্ষী সিংহ রাওয়াত। কী করলেন সাক্ষী যে ধোনির রাতের ঘুম উবে গেল? এ বার আদালতে যেতে হতে পারে সাক্ষীকে। আম্রপালি হাউজিং মামলায় সাক্ষীকে হাজিরা দিতে ডেকে পাঠাতে পারে দিল্লির তিশ হাজারি আদালত৷অনেক আগে থেকেই আম্রপালি হাউজিং মামলা সাক্ষীকে সমস্যায় ফেলেছে। গতবছরের ফ্রেবুয়ারি মাসে একবার আদালত ডেকে পাঠিয়েছিল মাহির স্ত্রীকে। আম্রপালি গ্রুপ-এর বেশ নামডাক রয়েছে দেশে।প্রথমটায় ধোনিকেই ব্র্যান্ড অ্যাম্বাসডর বেছে নেওয়া হয়েছিল। পরে অবশ্য ধোনি সরে যান। গ্রাহকদের হাতে ফ্ল্যাট তুলে দিতে অযথা সময় নষ্ট করে আম্রপালি গ্রুপ।দেড় বছরের কাছাকাছি সময় নিয়ে নেয় তারা। আম্রপালি গ্রুপের এই দীর্ঘসূত্রিতা হাজার চারেক ক্রেতা ভালভাবে নেয়নি। ক্ষোভ উগড়ে দেন তাঁরা। সব দেখেশুনে সরে যান ধোনি। থেকে গিয়েছেন সাক্ষী। এখন ভোগান্তি পোহাতে হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়কের স্ত্রীকে। আর/১৭:১৪/১১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2luOCPT
February 12, 2017 at 12:52AM
11 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top