চাঁদপুরে মেয়র প্রার্থীর মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ধেররা এলাকা থেকে ওমর ফারুক চৌধুরী (৫২) নামে এক মেয়র প্রার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১০টায় ধেররা চৌধুরী বাড়ির নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফারুক ওই বাড়ির মৃত অহিদুল হায়দার চৌধুরীর ছেলে এবং একজন সমাজকর্মী ছিলেন।

ফারুকের চাচাতো ভাই ডা. তানভীর হায়দার চৌধুরী জানান, ফারুক চৌধুরীর পরিবারের লোকজনের সঙ্গে চলাফেরা কম ছিল। তবে তার সঙ্গে কোনো মানুষের বিরোধ ছিল না।

হাজীগঞ্জ পৌর প্যানেল মেয়র রায়হান রহমান জানান, ফারুক চৌধুরী ২০১৫ সালের পৌর নির্বাচনে নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ওমর ফারুক চৌধুরী কয়েকদিন আগে নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।



from Comillar Khabor – Comilla News http://ift.tt/2mzipDv

February 26, 2017 at 08:24PM
26 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top