লাহোর, ১৩ ফেব্রুয়ারি- ক্রিকেট বিশ্বে অসাধারণ সব রেকর্ডের পাশাপাশি খারাপ কিছু পারফরমেন্সও অনেক সময় রেকর্ড বইয়ে জায়গা করে নেয়। ক্রিকেট খেলায় কোন রান না করে আউট হওয়াকে বলে ডাক। আর প্রথম বলেই শূন্যরানে আউট হওয়াকে বলা হয় গোল্ডেন ডাক। টি ২০ তে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড গড়েছেন পাকিস্তানী ব্যাটসম্যান উমর আকমল। রোববার লাহোর কালাডানসের হয়ে পাকিস্তান সুপার লীগ (পিএসএল)এ পেশোয়ার জালমির বিপক্ষে তিনি শুন্য রানে আউট হয়েছেন। আর এই আউটের মাধ্যমে হারশেল গিবসকে ছাড়িয়ে টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশীবার অর্থাৎ ২৪ বার শুন্য রানে আউট হয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন আকমল। মাত্র দুইদিন আগে কুয়েটা গ্র্যাডিয়েটর্সের বিপক্ষে আকমল শুন্য রানে আউট হয়ে গিবসের রেকর্ড স্পর্শ করেছিলেন। অথচ এই ধরনের ফর্মেটে ২০৪টি ইনিংস খেলা আকমলকে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়। এই তালিকায় ২৩বার শুন্য রানে আউট হয়ে দ্বিতীয় হার্শেল গিবসের সাথে আরো আছেন শ্রীলংকান তারকা তিলকেরত্নে দিলশান ও ওয়েস্ট ইন্ডিজের ডুয়াইন স্মিথ। যদিও গিবস যেখানে খেলেছেন ১৬৭টি ইনিংস সেখানে দিলশান ও স্মিথের ইনিংস সংখ্যা যথাক্রমে ২১৭ ও ২৭০। শীর্ষ ১১ জনের এই তালিকায় ভারতীয় দুই ক্রিকেটারও রয়েছেন। তারা হলেন ১৮ বার শুন্য রানে আউট হওয়া গৌতম গাম্ভীর (২১৩ ইনিংস) ও হারভাজন সিং (১৩০ ইনিংসে ১৭টি শুন্য রানের ইনিংস)। অবশ্য বেশীরভাগ খেলোয়াড়ই ১৭বার শুন্য রানে আউট হতে অন্তত ১০০টি ইনিংস খেলেছেন। শুধুমাত্র নিউজিল্যান্ডের স্পিনার জিতান প্যাটেল খেলেছেন ৬৮টি ইনিংস। এফ/১৬:২৫/১৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lHivsY
February 13, 2017 at 10:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top