ঢাকা, ১৮ ফেব্রুয়ারি- রোল বল বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। হংকংকে হারিয়ে দুর্দান্ত শুরুর পর এবার ভুটানকেও উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। ভূটানকে ৯-২ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নেরর পথে আরেক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ রোল বলের পুরুষ দল। শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে চতুর্থ রোল বল বিশ্বকাপের বাংলাদেশ-ভূটান এর খেলাটি নির্ধারিত শিডিউলের আগেই অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেন আসিফ-হৃদয়রা। শেষ পর্যন্ত ৩-২ এ এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে গোলের ক্ষুধা যেন বেড়ে যায় বাংলাদেশের। একের পর এক আক্রমণ সাজাতে থাকে বাংলাদেশ। মিলতেও থাকে সাফল্য। দ্বিতীয়ার্ধে ভূটানের জালে একে একে ছয়টি গোল জড়ায় আরো বাংলাদেশ। অন্যদিকে এই অর্ধে ভুটান কোন গোলই করতে পারেননি। যদিও গোলের ব্যবধানটা আর বেশিই হত। অনেকগুলো সহজ সুযোগ নষ্ট করেছেন আসিফ-হৃদয়রা। হৃদয় ও আরাফাত করেছেন চারটি করে গোল। বাকি একটি গোল আরাফাতের। দুই ম্যাচ শেষে হৃদয়ের গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৫ টি। এর আগে, রোল বল বিশ্বকাপের চতুর্থ আসরের প্রথম দিন হংকংকে ১৯-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। আর/১৭:১৪/১৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kTAbRo
February 19, 2017 at 12:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top