কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি কর্পোরেশনের আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এ আদেশটি কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় ও সিটি কর্পোরেশনে পৌঁছেছে।

জানা যায়, আগামী ৯ ফেব্রুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশের বিএনপি সমর্থিত মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ শেষ হচ্ছে। নির্ধারিত সময়েই মেয়র প্রশাসকের কাছে ক্ষমতা হস্তান্তর করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিকেলে মেয়র মনিরুল হক সাক্কু জানান, মন্ত্রণালয়ের চিঠি হাতে পেয়েছি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধি মোতাবেক যথাসময়েই দায়িত্ব হস্তান্তর করবো।

প্রসঙ্গত, ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেটকে হারিয়ে বিজয় হন।

The post কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2kzEa6t

February 06, 2017 at 10:40PM
06 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top