মাদকসেবনের দায়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোল্লাডাঙ্গা মিয়ার বাগানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব মাদকসেবনের দায়ে ৮ জনকে আটক করেছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্য বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
র‌্যাব জানায়, বুধবার বেলা পৌনে ১১টা হতে সোয়া ১২টা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলম ও এনামুল করিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় সদর উপজেলার লাহারপুরের মৃত আশুতোষ সরকারের ছেলে অজিত সরকারকে। ৬ মাস করে কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছে হেলালপুরের আলফাজের ছেলে শরিফুল, আজাইপুরের মৃত আল আমিনের ছেলে সোহেল রানা , পুরাতন সিএন্ডবি ঘাটের মীর মনছুর আলীর ছেলে আখতার হোসেন  শিবতলা নতুনপাড়ার আবু বক্করের ছেলে মনোয়ার,  পোলাডাঙ্গার ইয়াসিন আলীর ছেলে ফারুক । ১৫দিনের কারাদন্ড দেয়া হয়েছে আঙ্গারপাড়ার আলাউদ্দিনের ছেলে জুয়েল ও ৩ দিনের কারাদন্ড দেয়া হয়েছে রেহাইচরের মৃত আব্দুস সামদের ছেলে সেলিম রেজাকে। দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০২-১৭



from Chapainawabganjnews http://ift.tt/2kr2iKU

February 01, 2017 at 06:31PM
01 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top