নগদে ২ লক্ষ টাকার বেশি গয়না, দিতে হবে ১ শতাংশ কর

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ এবার থেকে নগদে দু লক্ষ টাকার বেশি মূল্যের গয়না কিনলে দিতে হবে অতিরিক্ত ১ শতাংশ টিসিএস (ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স)। বর্তমানে এই ঊর্ধ্বসীমা ৫ লক্ষ।

কিন্তু আয়কর দফতর সূত্রে খবর, ১ এপ্রিল থেকেই শুরু হবে এই নিয়ম।

এতদিন গয়নার ক্ষেত্রে এই কর প্রযোজ্য হত না, কারণ গয়নাকে সাধারণ পণ্যের আওতায় আনা হত না।

কিন্তু চলতি অর্থবর্ষের বাজেটে নগদে তিন লক্ষ টাকার বেশি যে কোনো কেনাকাটার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এর সঙ্গে সঙ্গতি রাখতেই নতুন নিয়ম কেন্দ্রের।



from Uttarbanga Sambad http://ift.tt/2kVOfdr

February 19, 2017 at 06:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top