ইতিহাসের সম্মুখে ইসরো, মহাকাশে একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শ্রীহরিকোটাঃ ফের নতুন ইতিহাস গড়তে চলেছে ইসরো। ১০৪টি কৃত্রিম উপগ্রহ নিয়ে সফল উৎক্ষেপণ হল পিএসএলভিসি-৩৭-এর।

বুধবার সকাল ৯টি ২৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ১০৪টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের পথে যাত্রা শুরু করল ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভিসি-৩৭। যার মধ্যে ভারতীয় উপগ্রহ ৩টি এবং ১০১টি হল বিদেশি উপগ্রহ। বিদেশি উপগ্রহের মধ্যে ৮৮টি আমেরিকার। বাকিগুলি হল ইজরায়েল, জার্মানি, কাজাখাস্থান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও আরব আমিরশাহির।

ইসরোর সূত্রে খবর, পিএসএলভিসি-৩৭-এর মোট ওজন রয়েছে ৩০২ টন। এটি উচ্চতায় ছিল ৪৪.৪ মিটার। ভারতের কৃত্রিম উপগ্রহের ওজন ছিল ৭১৪ কেজি। এর আগে একসঙ্গে ৩৭টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল রাশিয়া। এটি ইসরোর ৩৯তম অভিযান।



from Uttarbanga Sambad http://ift.tt/2kwfwSo

February 15, 2017 at 02:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top