প্রেমিকার মায়ের কাণ্ড!

kandoমধ্যতে মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিল তার ১৩ বছরের নাবালক প্রেমিক। লুকিয়ে দেখা করলেও বাড়ি থেকে বেরনোর সময় প্রেমিকার মায়ের হাতে ধরা পড়ে যায় ছেলেটি।

মেয়ের প্রেমিককে হাতনাতে ধরতে পারার পর বকাঝকা বা মারধরের রাস্তায় হাঁটেননি ৪৬ বছরের নারী ইলেইন গুডম্যান। এর বদলে ১৩ বছরের ছেলেটিকে গাড়ির মধ্যে আটকে ধর্ষণ করেন।
ঘটনাটি ঘটে ২০১৫ সালের মার্চ মাসে। মাঝরাতে ইলেইন গুডম্যানের মেয়ের সঙ্গে দেখা করতে যায় তার নাবালক প্রেমিক। সারারাত প্রেমিকার সঙ্গে কাটানোর পর ভোরবেলা বেরিয়ে আসার সময় সে ইলেইনের কাছে ধরা পড়ে যায়। কিন্তু ধরা পড়লেও ছেলেটিকে কিছুই বলেননি মেয়ের মা। বরং গাড়িতে তুলে তাকে সঙ্গে করে নিয়ে যান। ছেলেটিও তাতে আপত্তি জানায়নি। কিছুদূর যাওয়ার পর ইলেইন নাবালক ছেলেটির সঙ্গে জোর করে যৌনসম্পর্ক করেন।

এই অপরাধে ২০১৫ সালের নভেম্বর মাসে গ্রেপ্তার করা হয় ইলেইনকে। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এছাড়া জেল থেকে ছাড়া পাওয়ার পর সেক্সুয়াল ডিসঅর্ডার কাউন্সেলিং করানোর নির্দেশ দেওয়া হয়। আদালতের কাছে অবশ্য নিজের অপরাধের জন্য দুঃখপ্রকাশ করেছেন ওই মহিলা।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2klrJev

February 02, 2017 at 09:22PM
02 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top