বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সম্পাদক ও বিশিষ্ট সংগঠক আ.ন.ম শফিকুল হক বলেছেন, সুরঞ্জিত সেন গুপ্ত শুধু সিলেটের নেতা ছিলেন না, তিনি ছিলেন বাঙ্গালী জাতির এক অমূল্য সম্পদ। মহান মুক্তিযোদ্ধ এবং সংবিধান রচনায় তিনি যে ভূমিকা পালন করেছেন জাতি তা আজীবন স্বরণ করবে। তিনি বাংলাদেশের রাজনীতির এক মহা কারীগর। এক কথায় বলা যায়, বাংলাদেশ বির্নিমাণে বঙ্গবন্ধুর একজন কর্মট, সাহসী সহচর ছিলেন। বিরুধী দলে থাকা সত্বেও বঙ্গবন্ধু তাকে রক্তের বন্ধনে আপন করে নিয়েছিলেন। শেখ হাসিনাও পিতার মতো সুরঞ্জিত সেনকে রাজনীতিতে যথাযত মূল্যায়ন করেছেন। আমরা তার কর্ম ও মানবতার আদর্শকে ধরে রাখতে পারলে তিনি আজীবন এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্বনাথ উপজেলা একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে ‘সুরঞ্জিত সেন গুপ্ত’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তর বিশ্বনাথ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় আওয়ামীলীগ নেতা সৈয়দ লোকমান আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা পার্থ সারথী দাশ পাপ্পুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, সিলেট মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা নজরুল ইসলাম ফারুক।
বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা শাহ আসাদুজ্জামান, এ এইচ এম ফিরুজ আলী, শেখ শহিদুল ইসলাম, বশারত আলী বাচা, মাস্টার ফখর উদ্দিন, বশির আহমদ, আহছান হাবিব নোয়াব আলী, শের আলী, গৌছ আলী, মনোহর আলী মেম্বার, জ্যোতির ময় দে মতি, মঈন উদ্দিন, মাসুক আহমদ, নুরুল ইসলাম, মদরিছ আলী, কাওছার চৌধুরী, আব্দুল হেকিম, যুবলীগ নেতা শাহ আলম খোকন, সুলেহ আহমদ, সাইফুল ইসলাম, হুমায়ূন রশিদ, আমির আলী, আফরুজ আলী, শানুর আহমদ, বিলাল মিয়া, লাল মিয়া, ছাত্রনেতা আবুল হোসেন, সালমান রব্বানী, রিংকু দাস, আবু সালেক, আব্দুর রহমান শান্ত প্রমুখ। সভায় সুরঞ্জিত সেন গুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2l0lsF5
February 13, 2017 at 10:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন