প্রথম পর্যায়ে ২১ জেলায়। পরবর্তীতে ৬৪ জেলা জজদের। এখন আগামী বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকে অধস্তন আদালতের জেলা জজ ও সমপর্যায়ের সকল বিচারকের ছুটি হবে অনলাইনে।
এ সিদ্ধান্তের বিষয়ে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন জেলা জজদের সার্কুলার পাঠিয়েছেন। যেখানে অনলাইনে ছুটি প্রবর্তনের বিষয়ে তিনটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। সেগুলো হলো- ‘নৈমিত্তিক ছুটি ও কর্মস্থল ত্যাগের বিষয়টি সহজীকরণ, দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি এবং ছুটির তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা’।
অনলাইনে ছুটির উদ্যোগের প্রথম ধাপ
গত বছরের ২৪ অক্টোবর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন হাইকোর্ট বিভাগের তৎকালীন ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ কামাল হোসেন শিকদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০১৫ সালের ২ জুন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দ্রুত বিচার নিষ্পত্তির লক্ষ্যে দেশের বিভিন্ন আদালতে কর্মরত সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটির দিনেও কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়। এ কারণে বিচারকরা কর্মস্থল ত্যাগসহ নৈমিত্তিক ছুটি গ্রহণের বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে অবহিত করলেও আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ছাড়া দ্রুত তথ্যসেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। সে কারণে অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগসহ নৈমিত্তিক ছুটি গ্রহণের বিষয়ে দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করার লক্ষ্যে ই-অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালু করা হয়েছে। ইতোমধ্যে ই-অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে’।
‘প্রাথমিকভাবে সফটওয়্যারটি বাংলাদেশের সকল আদালতে প্রয়োগ না করে পরীক্ষামূলকভাবে প্রয়োগের জন্য ২১ জেলা বাছাই করা হয়েছে। পরবর্তীতে সকল আদালতে ই-অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালু করা হবে’।জেলাগুলো হচ্ছে- কক্সবাজার, নোয়াখালী, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ফেনী, মৌলভীবাজার, সিলেট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, খুলনা, যশোর, গাজীপুর, ঢাকা, পাবনা, নারায়ণগঞ্জ, নাটোর, চাপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জ।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2l6SXHS
February 12, 2017 at 01:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন