ফের উদ্ধার ২০০০ টাকার জাল নোট

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কালিয়াচকঃ এবারে জাল নোটে জড়াল মুর্শিদাবাদের নাম। সোমবার রাতে ৮ হাজার টাকার জাল নোট সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত সাইদুর রহমান (৩০) এবং মাইদুর শেখ (২০) মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার গোলাপনগর গ্রামের বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে ৪টি জাল নোট উদ্ধার করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার ৭ দিনের পুলিশি হেপাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

বিএসএফ সূত্র থেকে জানা গিয়েছে, অত্যাধুনিক বৈশিষ্ঠ্য সম্বলিত এই জাল নোট তৈরিতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের স্ট্যাম্প। কোনো বড়ো চক্র এর সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ভারতে বেশিরভাগ জালনোট আসছে জঙ্গিগোষ্ঠী জেএমবি এর দখলে থাকা বাংলাদেশের শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে।

পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করেছে জাল নোটগুলি তারা শোভাপুর এলাকা থেকে সংগ্রহ করেছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2m43WlX

February 28, 2017 at 11:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top