মেসিকে হারিয়ে ধোনী রোনাল্ডো

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মাদ্রিদঃ ফোর্বসের বিচারে ২০১৬ সালের ধনীতম ক্রীড়াব্যক্তিত্ব  হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চতুর্থ ব্যলন ডিওর এবং ফিফার নতুন সেরার শিরোপা ইতিমধ্যেই জিতে নিয়েছেন তিনি। আয়ের বিচারে ফোর্বসের তালিকার শীর্ষে সিআরসেভেন। ২০১৬ সালে রিয়েল মাদ্রিদের পর্তুগিজ এই খেলোয়াড়ের আয় ছিল ৭০.৫ মিলিয়ন পাউন্ড। দ্বিতীয় স্থানে রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তাঁর আয়ের পরিমাণ ৬৫.২ মিলিয়ন পাউন্ড। তৃতীয় স্থানে এনবিএ খ্যাত বাস্কেটবল তারকা লেব্রন জেমস। সদ্য অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী রজার ফেডেরার ৫৪.৩ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে স্থান পেয়েছেন লিস্টের চতুর্থ স্থানে।



from Uttarbanga Sambad http://ift.tt/2jOgRDS

February 04, 2017 at 07:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top