মেয়রকে বোর্ডে না রাখায় বিক্ষোভ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ এসজেডিএ-র বোর্ড সদস্যদের মধ্যে শিলিগুড়ির মেয়র ও সভাধিপতির নাম না থাকায় প্রতিবাদ জানাল শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ শংকর ঘোষ। এদিন পুরনিগমে একটি সাংবাদিক বৈঠক করে শঙ্করবাবু বলেন, ‘রাজ্য সরকার শিলিগুড়ির প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে। এসজেডিএ-তে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির কোনো নির্বাচিত প্রতিনিধির স্থান হল না। এমনকি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকারকে না রেখে বিরোধী দলনেতা কাজল ঘোষকে রাখা হয়েছে বোর্ডে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ এদিকে এসজেডিএ-তে মেয়র অশোক ভট্টাচার্যকে না রাখার প্রতিবাদে বাম ছাত্র ও যুব সংগঠননের তরফে এসজেডিতে অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে ।



from Uttarbanga Sambad http://ift.tt/2lY6Gz5

February 18, 2017 at 09:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top