উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, জলপাইগুড়িঃ দত্তক দেওয়ার নামে সরকারি নিয়মকে তোয়াক্কা না করেই লক্ষ লক্ষ টাকায় বিদেশে শিশু বিক্রি করার অভিযোগ উঠল জলপাইগুড়ির নর্থ বেঙ্গল পিপলস্ ডেভলপমেন্ট সেন্টারের বিরুদ্ধে। আমেরিকা, সিঙ্গাপুর, ফ্রান্স, স্পেনে চারটি শিশুকে দত্তক দেওয়ার নামে বিক্রি করা হয়েছে। সংস্থার কর্ণধার চন্দনা চক্রবর্তীকে শনিবার গ্রেফতার করে তাকে জেরার পর মিলেছে প্রচুর অবিশ্বাস্য তথ্য। তার কাছ থেকেই জানা গিয়েছে ময়নাগুড়িতে বিজেপির যুব মোর্চা নেত্রী জুহি সরকারের মাধ্যমে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কয়েকজন আমলা ও মন্ত্রীর সঙ্গে পরিচয় হয়েছিল চন্দনার। গ্রেফতার হওয়ার আগে দুদিন ময়নাগুড়িতে জুহির বাড়িতেই ছিলেন চন্দনা। জুহিকে গ্রেফতার করার জন্য জুহির বাড়িতে সিআইডি হানা দিলেও তাকে পাওয়া যায়নি। এফআইআর-এ জুহির নামও উল্লেখ করেছে সিআইডি।
এদিকে চন্দনাকে জেরা করার সূত্র ধরেই রবিবার গ্রেফতার করা হয়েছে ওই অ্যাডপশন এজেন্সির চিফ অ্যাডপশন অফিসার সোনালি মন্ডলকেও। সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপের ওসি সুগত ঘোষ জানিয়েছেন, ‘ধৃত দুজনকে আদালতে তুলে ১৪ দিনের হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। আদালত ১৩ দিনের সিআইডি হেপাজত মঞ্জুর করেছে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2kMteks
February 19, 2017 at 07:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন