নিউ ইয়র্ক, ০১ মার্চ- সংসার পাতা হলো না প্রবাসী মোহাম্মদ আসলামের (৫২)। নিউইয়র্ক সিটির ম্যানহাটানে মূলধারার একটি বিজ্ঞাপণী সংস্থায় কাজ করেন। ব্যাচেলর লাইফ ছেড়ে সংসারী হতে চেয়েছিলেন। প্রথমে ১৯৯৬ এবং দ্বিতীয় বার ১৯৯৯ সালে বাংলাদেশে গিয়ে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। স্বপ্ন ছিল স্ত্রীকে ইমিগ্র্যান্ট করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার। কিন্তু তা চুরমার হয়ে গেছে। উভয় স্ত্রীই মোটা অংকের স্বর্ণালংকারসহ নগদ অর্থ নিয়ে ছিটকে পড়েছে। তবুও হাল ছাড়েননি। ২০১৫ সালে এক প্রবাসীর মধ্যস্থতায় খুলনার আয়শা বেগম নীলা নামক এক মহিলাকে বিয়ে করেন। তার ২০ বছর বয়েসী এক পুত্রও রয়েছে। উভয়কে স্পন্সর করেন। নতুন করে স্বপ্ন দেখার মধ্যেই ঢাকার রায়ের বাজারে একটি এপার্টমেন্ট ভাড়া করেন সর্বশেষ এই স্ত্রীর জন্যে। গত দুবছরে অন্তত: ৪ বার বাংলাদেশে যান আসলাম। সবকিছু ঠিকঠাক মতই চলছিল। গত বছরের ১৯ অক্টোবর ঢাকাস্থ মার্কিন কন্স্যুলেটে স্ত্রী-পুত্রের ইন্টারভিউ হয়। এরপর আরো কিছু ডক্যুমেন্টের প্রয়োজনে তা ঝুলে রয়েছে। এমনি অবস্থায় নীলা ব্যবসার নামে ২০ লাখ টাকা চান। আসলাম তাকে জানান, ব্যবসার প্রয়োজন নেই। আমি কন্স্যুলেটের চাহিদা অনুযায়ী ডক্যুমেন্ট সাবমিট করলেই ভিসা ইস্যু করবে। নিউইয়র্কে গেলেই সবকিছু সমাধা হয়ে যাবে। সে অনুযায়ী, গত ৯ জানুয়ারি সকালে ঢাকায় যান আসলাম। রাত ১১টায় রায়ের বাজারের ঐ বাসায় উঠার পরই সবকিছু উলোটপালোট মনে হয়। এক পর্যায়ে তার লাগেজের তালা ভেঙ্গে নগদ ১০ হাজার ডলারের দুটি বান্ডিল চুরি করা হয়। আরো কিছু দরকারি জিনিষ ছিল, সেগুলোও সরিয়ে ফেলে নীলা। আসলাম ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন। এক পর্যায়ে তাকে ছোট্ট একটি কক্ষে আটকে রাখা হয়। সকালে নীলার আত্মীয়-স্বজনরা এসে ২০ লাখ টাকা দাবি করেন। আসলাম গত সপ্তাহে এ প্রতিনিধিকে আরো জানান, টাকা দিতে অস্বীকার করলে ওরা পুলিশ ডাকার হুমকি দেয়। হাজারিবাগ থানার দুই অফিসার এসে উল্টো আমাকেই অভিযুক্ত করে যে, আমি নাকি মদ পান করেছি। আমার কাছে নাকি হেরোইন আছে ইত্যাদি। আসলাম উল্লেখ করেন, এর আগের দিনই ওরা আমার বিরুদ্ধে থানায় জিডি করে রেখেছিল। পুলিশকে আমি পাসপোর্ট প্রদর্শন করে জানাই যে, ঢাকায় এলাম গতরাতে। তাহলে কীভাবে ৭ দিন যাবত আমি মদ আর হেরোইনে আসক্ত হয়ে রয়েছি। ঘন্টা দুয়েক পুলিশের সাথে তর্ক-বিতর্কের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বোধোদয় ঘটে। তারা আমাকে জানান যে, আমি কেন ওদের খপ্পরে পড়েছি। আসলাম বলেন, অবশেষে আমি রাত ১০টায় পুলিশের সামনেই কাজী ডেকে তালাক দিতে বাধ্য হই এই নীলাকেও। বিয়ের সময় তাকে ১২ ভরি স্বর্ণও দিয়েছিলাম। দেন মোহরের ৩ লাখ টাকা পরিশোধ করেছি বিয়ের সময়েই। সবকিছুর দাবি ছেড়ে দিয়ে থানা থেকে পুলিশের সহায়তায় পান্থপথে এসে চট্টগ্রামের কোচে উঠে পড়ি। ওরা সে সময় আমাকে ৩ হাজার টাকা দেয় চট্টগ্রামে যাবার জন্যে। মো. আসলাম ব্যক্তিগতভাবে ধর্মভীরু। জ্ঞানত: কোন অন্যায়-অপকর্মে জড়িত হয়েছেন বলে বিশ্বাস করেন না। এতদসত্তেও কেন বারবার এমন পরিস্থিতির শিকার হচ্ছেন তা বুঝতে পারছেন না আসলাম। তিনি বলেন, আল্লাহ ওদের হেদায়েত করুক। আর/১০:১৪/০১ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lcH4kV
March 02, 2017 at 04:43AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.