ছেলেধরা সন্দেহে ধৃত তিন সাধু

লাটাগুড়ি, ২৮ মার্চঃ ছেলে ধরা সন্দেহে তিন সাধুকে আটক করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। মঙ্গলবার সকালে এই ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মাল ব্লকের মৌলানী বাজারে। অভিযুক্ত ওই তিন সাধুকে আটক করেছে ক্রান্তি ফাঁড়ির পুলিশ।       এদিন মৌলানী বাজারে সাধুর বেশে তিনজনকে ঘুরতে দেখেন স্থানীয়রা। এই তিন জনের গতিবিধি সন্দেহজনক ছিল। স্থানীয় বাসিন্দারা জানান, ওই তিন সাধু স্থানীয় শিশুদের চকলেট বিলোচ্ছিলেন। অনুমান, সাধুর সাজের আড়ালে ওই তিন ব্যক্তি শিশু চুরির উদ্দেশে এসেছিলেন। এরপর স্থানীয়রা ওই তিনজনকে আটক করে ক্রান্তি ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে, অভিযুক্ত ওই তিনজন মঙ্গলনাথ যোগী, দেবনাথ যোগী ও হজুরু নাথ যোগী উত্তরদিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা। তাঁদের দাবি, গ্রামবাসীদের প্রত্যেকের বাড়ি গিয়ে চাঁদা তুলছিলেন তাঁরা। তাদের সাথে ছেলেধরার কোনো সম্পর্ক নেই। ক্রান্তি ফাঁড়ি সূত্রে খবর, ওই তিন সাধু এখন পুলিশি হেপাজতে। মৌলানিতে তারা কেন এসেছিল এবং তাদের সঙ্গে ছেলেধরার কোন সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2od9kCa

March 28, 2017 at 05:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top