উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মুম্বইঃ অত্যধিক স্লেজিংয়ের জন্য কোহলির প্রতি সম্মান হারাচ্ছি। বেঙ্গালুরু টেস্টে ডিআরএস বিতর্কের পর স্টিভ স্মিথের পাশে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ইয়ান হিলি। সেই বিতর্কে কোহলির পাশেই দাঁড়ালেন ম্যাথু হেডেন। তিনি বলেন, ‘আক্রমণাত্মক মনোভাব থাকলেও ডিআরএস বিতর্কে কোহলি নিজের সীমার মধ্যেই ছিল। মাঠে নামলে সতীর্থদের সম্মান অর্জন করার চেষ্টা করতাম। কোহলিও সেটার জন্যই খেলতে নামে। বিশ্বাস করি ভারতের অধিনায়ক সেই সম্মানটা সতীর্থদের কাছ থেকে পাচ্ছে। বিরাট ঠিকই বলেছে যে, দেশের ১২০ কোটি মানুষ যখন তার পাশে রয়েছে তখন একজনের কথা ভেবে সময় নষ্ট করার মানে হয় না। ওর এই চিন্তাভাবনার মধ্যে অন্যায়ের কিছু নেই।’
from Uttarbanga Sambad http://ift.tt/2lSLC0p
March 13, 2017 at 04:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন