উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ ২৭ মার্চ সোমবার একদিনের ‘প্রতীকী’ কর্মবিরতির ডাক দিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। ল কমিশন সম্প্রতি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে ‘অ্যাডভোকেট অ্যাক্ট’-এ সংশোধন আনার জন্য সুপারিশ করেছে। ওই সুপারিশে আইনজীবীদের জরিমানা এবং শাস্তি চালু করার কথা উল্লেখিত। তারই প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দিয়েছে অ্যাসোসিয়েশন। এই কর্মবিরতিতে সামিল হওয়ার জন্য রাজ্যের সব ক’টি নিম্ন এবং জেলা আদালতের আইনজীবীদের কাছে আবেদন করেছে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন।
প্রসঙ্গত, নানান কারণে আদালতগুলিতে প্রায়শই কর্মবিরতিতে যাচ্ছেন আইনজীবীরা। ফলে কর্মদিবসে বিঘ্নিত হচ্ছে কাজ। বিষয়টি উদ্বেগজনক বলে একাধিক বিচারপতি বার কাউন্সিলের ‘সদর্থক ভূমিকা’ নেওয়া উচিত মত প্রকাশ করেছেন। সম্প্রতি ল কমিশন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে একটি সুপারিশ পাঠিয়েছে। ওই সুপারিশে বলা হয়েছে, কর্মবিরতির ঘটনার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা থাকলে, বার কাউন্সিল এবার থেকে জরিমানা আদায় করতে পারবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2n1xSw5
March 25, 2017 at 12:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন