কোহলি ‘ক্লাসলেশ’ ও ‘ইগোম্যানিয়াক’-কটাক্ষ অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের

সিডনি, মার্চঃ সিরিজ জেতার পরও রেহাই নেই বিরাট কোহলির। ফের অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের নিশানায় বিরাট কোহলি। সিরিজ জয়ের পর ধরমশালাতেই অসি ক্রিকেটারদের প্রতি আর বন্ধুসুলভ মানসিকতা দেখাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন কোহলি। এহেন চাঁছাছোলা মন্তব্য হজম করতে না পেরে গোটা অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম তাঁকে ‘ক্লাসলেশ’, ‘ইগোম্যানিয়াক’ এবং ‘অ্যাক্টেড লাইক এ চাইল্ড’ বলে বিঁধল।

সিডনির ‘ডেইলি টেলিগ্রাফ’ কোহলিকে ‘ইগোম্যানিয়াক’ বলার পাশাপাশি লিখেছে, সিরিজ জয়ের পর বিরাট কোহলির বিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি শিশুসুলভ আচরণ করলেন!
‘বিয়ারগেটঃ কোহলিস লেটেস্ট ক্লাসলেশ অ্যাক্ট’ হেডলাইন করেছে অপর একটি সংবাদপত্র।
মঙ্গলবার ধর্মশালায় ম্যাচ শেষে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে একসঙ্গে বিয়ার পানের আমন্ত্রণ জানানো হলে ভারতীয় দলের তরফে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হয় বলেও দাবি করে কোহলিকে বিঁধেছে অসি সমবাদমাধ্যম।



from Uttarbanga Sambad http://ift.tt/2nzPX7N

March 29, 2017 at 06:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top