এবার হোয়াইট হাউজে ট্রাম্প কন্যার অফিস

trrrমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা সরকারি কর্মচারি না হলেও হোয়াইট হাউজে বর্তমানে তার একটি অফিস রয়েছে। সোমবার একজন প্রশাসনিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে একথা বলেন।

২০ জানুয়ারি ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই তার ৩৫ বছর বয়সী বড় কন্যাকে প্রায়ই মার্কিন নির্বাহী ক্ষমতার কেন্দ্র প্রেসিডেন্ট প্রাসাদের ওয়েস্ট উইংয়ে দেখা যাচ্ছে।

শুক্রবার তিনি প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে হোয়াইট হাউসে এক গোল টেবিল আলোচনায় অংশ নেন। এর আগেও তাকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বের আরো অনেক নেতার সঙ্গে বৈঠক করতে দেখা গেছে।

ইভানকা ট্রাম্পের আইনজীবী জেমি গোরেলিক নিউজ ওয়েবসাইট পলিটিকোকে বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের ‘চোখ ও কান’ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং দূরদর্শী উপদেশ দেবেন।

উল্লেখ্য, ইভানকা ট্রাম্পের স্বামী রিয়েল এস্টেট ব্যবসায়ী জারেড কুশনার হচ্ছেন প্রেসিডেন্টের উপদেষ্টাদের একজন। তিনি হোয়াইট হাউজের একজন কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথও নিয়েছেন।

তার বা তার স্ত্রী কারোরই সরকারি দপ্তর চালানোর কোন অভিজ্ঞতা নেই। ইভানকা ট্রাম্প তার নামে একটি ফ্যাশন হাউজ পরিচালনা করেন।

ট্রাম্পের ওপর এ তরুণ দম্পতির অনেক প্রভাব থাকায় সম্ভাব্য স্বার্থের সংঘাতের ব্যাপারে ইতোমধ্যে অনেক প্রশ্ন উঠেছে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2o0GILd

March 21, 2017 at 10:29PM
21 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top