উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ফরাক্কাঃ পথ দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্র হয়ে উঠল ফরাক্কা। ক্ষিপ্ত জনতার আক্রমণে জখম হয়েছেন জঙ্গিপুর এসডিপিও-র গাড়ি চালকও। জন রোষ আছড়ে পড়ে ঘটনাস্থলে থাকা সরকারি ও বেসরকারি যানবাহনের ওপরেও। পুড়ে ছাই হয়ে যায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের একটি বাস। বিকেলের দিকে বিশাল কমব্যাট ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০-১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও এলাকায় রয়েছে জমাট উত্তেজনা। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও।
স্থানীয়দের অভিযোগ, নিউ ফরাক্কা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর প্রতিদিনই প্রবল যানজট সৃষ্টি হয়। তার মধ্যেও পুলিশ লরি থেকে তোলা আদায় করতে ব্যস্ত থাকে। অথচ নিউ ফরাক্কা মোড় এলাকার সবচেয়ে ব্যস্ত এলাকা। সেখানে ২৪ ঘণ্টাই ট্রাফিক পুলিশ মোতায়েন করা প্রয়োজন। প্রয়োজন সিগন্যালিং ব্যবস্থাও। এসব দাবি নিয়ে এলাকাবাসী একাধিকবার পুলিশ ও প্রশাসনের কাছে আবেদন জানালেও কোনো কাজ হয়নি। এদিকে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে চলেছে। পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তাতেই এদিন দুর্ঘটনায় ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে জনরোষ মাত্রা ছড়ায়।
ঘটনাপ্রসঙ্গে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, ‘এদিন ফরাক্কায় জনতার আক্রমণে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিত্সা চলছে। ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এলাকায় পুলিশ পিকেট রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।
from Uttarbanga Sambad http://ift.tt/2nLV1qG
March 24, 2017 at 09:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন