মুম্বাই, ২৩ মার্চ- পুরুষের মধ্যে শাহরুখকে নিয়ে রয়েছে ব্যাপক উন্মাদনা। মহিলাদের ক্ষেত্রে এমন উত্তেজনাটা আরও চরমে থাকে। কারণ, মহিলা মহলে শাহরুখের জনপ্রিয়তা অনেক বেশি। যেখানেই যান, মহিলারাও হামলে পড়েন তাঁর উপরে। কেউ জড়িয়ে ধরেন, কেউবা আরও কিছু করার চেষ্টায় থাকেন। শাহরুখের মতে, এই মহিলাদের জন্য তাঁকে টিপ-টপ থাকতে হয়। বাইরে বেরলেই সুন্দর পোশাক যেমন পরতে হয় তেমনি সুগন্ধী ব্যবহার করতে হয়। মুখে যাতে গন্ধ না থাকে তার ব্যবস্থাও নিতে হয়। এমন মহিলা ফ্যানেদের জেরে নানা সময়ই বিপত্তিতে পড়তে হয় শাহরুখকে। কারণ, কারোর লিপস্টিক হয়তো লেগে গেল পোশাকে। আবার কোনও মহিলার লম্বা লম্বা নখের আঁচড় পড়ে গেল গালে, হাতে। চেহারার এমন ভয়ানক দশা হয় যে শাহরুখ নাকি গাড়িতে উঠে নিজেকেই চিনতে পারেন না। এমনকী, বাড়ি ফিরে বউ বা সন্তানদের লিপস্টিক বা নখের আঁচড়ের কি ব্যাখ্যা দেবেন বুঝতেও পারেন না। মাঝখানে শাহরুখের পুরুষ বডিগার্ডরা মহিলাদের দূরে ঠেলার চেষ্টা করতেন কিন্তু, তা অত্যন্ত অস্বস্তিকর লাগত বলিউড বাদশার কাছে। তাই শাহরুখ এই ভয়ঙ্কর মহিলা ফ্যানেদের হাত থেকে বাঁচতে মহিলা বডিগার্ড রেখেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখ নিজেই এই গোপন কথা ফাঁস করেছেন। এই মহিলা বডিগার্ডের কাজ হল মহিলাদের লিপস্টিক আর নখের আঁচড় থেকে বাঁচানো। আর/১০:১৪/২৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2o9Aqco
March 24, 2017 at 05:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top