বৈরুত দূতাবাসে ‘গণহত্যা দিবস’ পালিত

গণহত্যা দিবস এ বক্তব্য রাখছেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার

গণহত্যা দিবস এ বক্তব্য রাখছেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার

বাবু সাহা,লেবাননঃবৈরুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বলেছেন, বাঙালি জাতিসত্বাকে সুপরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রে পাকিস্তানি সশস্ত্র হানাদার বাহিনী যে বর্বরতম ও ঘৃণিত হত্যাযজ্ঞ চালিয়েছিল তা আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘের গণহত্যা কনভেনশন অনুযায়ী প্রাতিষ্ঠানিকভাবে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি রাখে।

শনিবার বিকেলে বাংলাদেশ দূতাবাস এর হলরুমে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান সায়েম আহমেদ।

রাষ্ট্রদূত ২৫ মার্চের কালোরাত্রে বাঙালি জাতির ওপর সংঘটিত নৃসংশ গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং এই দিবসটিকে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিষ্ঠানিক পরিসরে স্বীকৃতি আদায়ের পক্ষে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদ ও মন্ত্রীপরিষদ কর্তৃক ২৫ মার্চকে জাতীয় ‘গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি দানের ঘটনাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন।

সরকার আরো বলেন, এই স্বীকৃতির মাধ্যমে একদিকে যেমন ২৫ মার্চ এবং মুক্তিযুদ্ধে সংঘটিত নির্দেশিত এবং পরিকল্পিত গণহত্যা সম্পর্কে বাংলাদেশে এবং প্রবাসে নতুন প্রজন্ম অবগত হবে অন্যদিকে আন্তর্জাতিক মহলে এই গণহত্যার স্বীকৃতি আদায়ে সচেতনতা তৈরি করতে সাহায্য করবে।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ এবং ২৫ মার্চের কালরাত্রে গণহত্যার শিকার ও মহান স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভার শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞে নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।দিবসটি উপলক্ষে আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা।  তাছাড়া ৭১’র গণহত্যার উপর নির্মিত ‘৭১’র গণহত্যা ও বধ্যভূমি’ শীর্ষক একটি বিশেষ ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mCopzU

March 26, 2017 at 12:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top