ভোলাহাটে দু’পরিবারের ৫টি ঘর আগুনে পুড়ে ছাই

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মুশরী ভুজা মুসলিমপুর এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় দু’ পরিবারের ৫টি ঘর ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। মঙ্গলবার বিকেলে লাগা এই আগুনের সুত্রপাত কিভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, মুসলিমপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদের দু’ ছেলে শাহিন রেজা ও সেলিম রেজার বাড়িতে বিকেলে সাড়ে ৪টার দিকে হটাৎ আগুন লেগে যায়। আগুন দেখে বাড়িতে থাকা মহিলারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসে। প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দু’ বাড়ির ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থরা জানায়, শাহিনের ঘরে নগদ ২৮ হাজার ৫ শ ও সেলিমের ঘরে ২৫ হাজার টাকা অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৫-০৩-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2nEStXB

March 15, 2017 at 03:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top