অল ইংল্যান্ড খেতাব লি চংয়ের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, লন্ডনঃ অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন মালয়েশিয়ার লি চং ওই। তিনি ২১-১২,২১-১০ পয়েন্টে হারান চিনের শি ইউকিকে। চতুর্থবার এই খেতাব জয়ের পর লি বলেন. ‘যখনই এখানে খেলতে নামি মনে হয় ঘরের কোর্টে খেলছি। পরেরবার খেতাব রক্ষা করতে আবার আসব।’

চোট আঘাতে জর্জরিত হয়ে বেশকিছুদিন কোর্টের বাইরে ছিলেন লি।  এই টুর্নামেন্ট শুরুর আগে জানিয়েছিলেন, এবার অল ইংল্যান্ডে শেষবারের মতো খেলবেন তিনি। কিন্তু খেতাব জয়ের পর সিদ্ধান্ত বদলে ফেললেন তিনি।



from Uttarbanga Sambad http://ift.tt/2mhWm3x

March 13, 2017 at 01:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top