পিটিয়ে খুন, গ্রেফতার চার্চের দুই ফাদার সহ ৩

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কুশমণ্ডিঃ সন্দেহের বশে অপ্রকৃতস্থ এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগে একটি চার্চের দুই ফাদার সহ ওই চার্চের নাইট গার্ডকে গ্রেফতার করল পুলিশ। কুশমণ্ডি থানার আইসি শ্যামল বিশ্বাস জানান, ডিকুল গ্রামের একটি চার্চের দুই ফাদার ব্রীতিয়াস দংদং ও প্রকাশ বেক সহ নাইট গার্ড বিশু টুডুকে গ্রেফতার করা হয়েছে। ওই তিন ব্যক্তিকে সোমবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতে ধৃতদের দুইদিনের জন্য রিমাইন্ডের নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার ডিকুল গ্রামে অবস্থিত একটি চার্চের কাছে ওই গ্রামের জাব্রিয়েল মুর্মু নামের এক অপ্রকৃতিস্থ ব্যক্তি যান। চার্চের নাইট গার্ড বিশু টুডু সহ চার্চের ছেলেরা তাঁকে চোর সন্দেহে ধরে বেধড়ক মারধর দেন। ঘটনাস্থলে পৌঁছায় কুশমণ্ডি থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। রবিবার সকাল ৬টা নাগাদ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেদিন সন্ধ্যায় মৃতদেহ গ্রামে নিয়ে গেলে তাঁর পরিবার ও গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়েন। রবিবার রাতেই মৃত ব্যক্তির দিদি ওই চার্চের দুই ফাদার সহ নাইট গার্ডের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই রাতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2mbJ36C

March 06, 2017 at 10:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top