কলম্বো, ২২ মার্চ- কলম্বোয় একমাত্র প্রস্তুতি ম্যাচে মাশরাফি বিন মুর্তজা-তাসকিন আহমেদদের একরকম পাড়ার বোলার বানিয়ে ছেড়েছে শ্রীলঙ্কা প্রেসিডেন্টস একাদশ। টসে হেরে আগে ব্যাট করতে নামা স্বাগতিকরা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩৫৪ রান। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে দিলশান মুনাবিরাকে ফিরিয়ে শুরুটা ভালোই করেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। দ্বিতীয় উইকেটে সান্দুন বিরাকডিকে সঙ্গে নিয়ে কুশল ১১৪ রানের জুটি গড়েন আরেক ওপেনার কুশল পেরেরা। এই জুটি ভাঙেন সাইফউদ্দিন। তার বলে রুবেল হোসেনের হাতে ক্যাচ তুলে দেন বিরাকডি। তার করা ৬৭ রানের ইনিংস সর্বোচ্চ ব্যক্তিগত রান। ২৮ রান যোগ করতে অবসর নেন কুশল পেরেরা। এই ইনিংসে করেছেন ৬৪ রান। এরপর সিরিবর্ধনকে সাজঘরে ফেরান সানজামুল। আউট হওয়ার আগে ৩২ রান আসে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। শেষদিকে ধনঞ্জয় ডি সিলভা ও পেরেরা দ্রুত রান তুললে প্রেসিডেন্ট একাদশ ৩৫৪ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। ইনজুরি কাটিয়ে ফেরা অধিনায়ক মাশরাফি বল হাতে এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। ৯ ওভার বল করে খরচ করেছেন ৬৬ রান। নিয়েছেন একটি উইকেট। এছাড়া সানজামুল, তাসকিন, সাইফউদ্দিন এবং আবুল হাসান রাজু প্রত্যেকে একটি উইকেট নিয়েছেন। প্রস্তুতি ম্যাচে নিজের প্রস্তুতিটা ভালো হয়নি রুবেল হোসেনেরও। ৮ ওভার বল করে খরচ করেছেন ৬৭ রান। এফ/১৫:৪০/২২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nAElT7
March 22, 2017 at 09:37PM
22 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top