উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, আমেদাবাদ ও নয়াদিল্লিঃ জল্পনাটা তাহলে মিথ্যা নয়। গুজরাট ও রাজস্থানে বিধানসভা নির্বাচন এগিয়ে আনা হতে পারে এমন কানাঘুষো চলছিল দিল্লির রাজনীতিতে। শনিবার খোদ প্রধানমন্ত্রী ভোট এগিয়ে আনার ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। দু’টি রাজ্যই বিজেপি শাসিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলীয় সাংসদদের পরামর্শ দিয়েছেন, এখন থেকে সবসময় ভোটের জন্য তৈরি থাকতে। কেন্দ্রীয় প্রকল্পগুলি বিভিন্ন এলাকায় সুষ্ঠুভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখার কথাও সংশ্লিষ্ট রাজ্যগুলির সাংসদদের জানিয়েছেন মোদি।
এদিন প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘প্রতিটি রাজ্যের পিছড়েবর্গের মানুষ যাতে উন্নয়নের সুফল পান এবং অন্যান্য পশ্চাত্পদ শ্রেণির (ওবিসি) জন্য চালু হওয়া বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলির যাতে সুষ্ঠুভাবে বণ্টন হয়, তা দেখতে হবে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যসভা ও লোকসভা সাংসদদের।’ ওবিসি বিক্ষোভ শান্ত করতে ইতিমধ্যে কেন্দ্র নতুন কমিশন গড়ার সিদ্ধান্তও নিয়েছে। যদিও এই দুই রাজ্যে ভোট কবে হতে পারে তা নিয়ে কোনো কথা শোনা যায়নি এদিন প্রধানমন্ত্রীর মুখে।
সম্প্রতি, গুজরাট বিধানসভার বিরোধী দলনেতা প্রবীণ কংগ্রেসি শংকর সিং বাঘেলা জানান, বিরোধীদের চমকে দিয়ে গুজরাটের ভোট এগিয়ে নিয়ে আসতে পারেন মোদি। একই অনুমান ছিল আমআদমি পার্টির শীর্ষনেতা অরবিন্দ কেজরিওয়ালেরও। এবার তিনিও নিশানায় এনে ফেলেছেন গুজরাট ও রাজস্থানকে। যদিও দু’দলই দাবি করেছে, তারা যেকোনো সময় নির্বাচনের জন্য তৈরি।
from Uttarbanga Sambad http://ift.tt/2n2SSSW
March 25, 2017 at 10:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন