মুম্বাই, ১০ মার্চ- দুদিন আগেই তার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ উঠেছিল। এবার শোনা গেল তিনি নাকি ম্যানেজারকে আঁচড়ে দিয়েছেন। তিনি অভিনেত্রী বিপাশা বসু। ইন্ডিয়া-পাকিস্তান-লন্ডন ফ্যাশন শোয়ের মুখ্য আয়োজক গুরবানি কউরের অভিযোগ, বিপাশা নাকি তার ম্যানেজার সানা কপূরকে শারীরিক ভাবে নিগ্রহ করেছেন।কিন্তু এই অভিযোগ কতটা সত্যি? সংবাদমাধ্যমকে গুরবানি বলেন, সানার হাতে বিপাশার নখের আঁচড়ের দাগ রয়েছে। সানা সেটা আমাদের দেখিয়েছেন। ও কাঁদছিল। আমি শকড। এই ধরনের মানুষদের মনুষ্যত্ব বলে কি কিছু নেই? এই ঘটনা নিয়ে প্রথমে মুখ খুলতে চাননি সানা। কিন্তু পরে মেসেজ করে জানান, ব্যক্তিগত জীবনে কিছু সমস্যায় রয়েছেন তিনি। আর সে কারণেই কাঁদছিলেন। বিপাশার সঙ্গে তার কোনও সমস্যা হয়নি। বিপাশা কোনও রকম খারাপ আচরণও করেননি। বরং সংবাদমাধ্যমের কাছে সানার প্রশ্ন, এ সব ভুয়ো খবর কোথা থেকে পেয়েছেন? সম্প্রতি ওই ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটার কথা ছিল বিপাশার। কিন্তু শেষ মুহূর্তে তিনি র্যাম্পে যেতে অস্বীকার করেন। বিপাশার এমন ব্যবহারের কারণে কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে অপেশাদারিত্বের আঙুল তুলেছে। তাঁদের অভিযোগ, বিপাশা তাঁর স্বামী কর্ণকে লন্ডন দেখাতে চেয়েছিলেন। ফ্যাশন শোয়ে যোগ দেওয়ার ওটাই নাকি ছিল একমাত্র কারণ। শোয়ের কর্মকর্তাদের খরচে তাঁরা লন্ডনে বেড়াতেই গিয়েছিলেন! এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিপাশা লিখেছেন, এত দিন ইন্ডাস্ট্রিতে কাজ করার পর কোনও এক মহিলা আমার ওয়ার্ক এথিক্স নিয়ে কথা বলছেন। সংবাদমাধ্যমের একটা অংশ আবার তাঁকে প্রাধান্যও দিচ্ছেন! এফ/০৯:৩০/১০মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m5X2sI
March 10, 2017 at 03:30PM
10 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top