ব্রিটানিয়া ইউনিভার্সিটির চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক ● প্রায় দুই কোটি হাতিয়ে নেয়ার অভিযোগে কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজারে অবস্থিত ব্রিটানিয়া ইউনিভার্সিটির চেয়ারম্যানসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে রোববার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন।

রোববার দুপুরে দুদক-কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, ব্রিটানিয়া ইউনিভার্সিটির চেয়ারম্যানসহ ৭ সদস্য পারস্পরিক যোগসাজশে নিয়মবহির্ভূতভাবে ওই বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব পরিচালনা করে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ট্রাস্টের অধীনে পরিচালিত কোনো প্রতিষ্ঠানের টাকা কারো ব্যক্তিগত হিসাবে হস্তান্তর কিংবা খরচ করা যাবে না। কিন্তু ব্রিটানিয়া ইউনিভার্সিটি নামের ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যানসহ ট্রাস্টিবোর্ডের সাত সদস্য পরস্পর যোগসাজশে ওই প্রতিষ্ঠানের অর্থ নানাভাবে আত্মসাৎ করেছেন।

এ ধরণের অভিযাগ পেয়ে কুমিল্লাস্থ দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা অনুসন্ধানে নামেন। দুদক টিমের অনুসন্ধানে বেরিয়ে আসে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য।

সূত্র জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করে ট্রাস্টের সদস্য মো. ছিদ্দিকুর রহমান ব্যক্তিগত নামে ১৪টি চেকের মাধ্যমে এক কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন। একইভাবে অপর সদস্য রওনক আফজা আরো ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

দুদক-কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ব্রিটানিয়া ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক, ট্রেজারার মো. ছিদ্দিকুর রহমান, সদস্য সামছুদ্দোহা সাইফুল আহমেদ চৌধুরী, বোর্ড অব ট্রাস্ট সৈয়দা রওনক আফজা, আবু জাফর মো. মাঈনুল ইসলাম ও রিজওয়ান আহমেদসহ সাত জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

২০১২ সালে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ব্রিটানিয়া ইউনিভার্সিটি নামের বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। গত বছরের আগস্ট মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক গণবিজ্ঞপ্তিতে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সতর্ক থাকার কথা বলেছিল।



from Comillar Barta™ http://ift.tt/2lMQhft

March 06, 2017 at 10:33AM
06 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top