উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ দার্জিলিং ও মহানন্দার ক্রমবর্ধমানদূষণ নিয়ে রাজ্যকে নোটিশ পাঠাল ন্যাশনাল গ্রিন ট্রাইবিউনাল (এনজিটি)। চেয়ারপার্সন বিচারপতি স্বতন্ত্র কুমারের নেতৃত্বে গঠতি একটি বিশেষ বেঞ্চ এবিষয়ে রাজ্য দূষণ নিযন্ত্রণ বোর্ড ও শিলিগুড়ি পুরনিগমের জেপুটি কমিশনারের কাছে রিপোর্ট তলব করে। আগামী ১৭ মার্চের মধ্যে রাজ্যের তরফে এনিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে এনজিটি।
বেঞ্চের তরফে জানানো হয়েছে, মহানন্দায় বেড়ে চলা বর্জ্য পদার্থের পরিমাণ ক্রমশ দূষিত করছে পার্শ্ববর্তী অঞ্চলকে। জল দূষণের মাত্রাও বেড়েছে আশঙ্কাজনকভাবে। একই অবস্থা উত্তরবঙ্গের পর্যটন প্রাণকেন্দ্র দার্জিলিংয়েরও।
বেঞ্চের দাবি, যে হারে জঞ্জাল ছড়িয়েছে দার্জিলিং শহরে তা রোধ করতে সম্পূর্ণ ব্যর্থ জিটিএ ও প্রশাসন। পাহাড়ি অঞ্চলে বর্জ্য দূরীকরণ ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ শৈলশহর ও নদীতে দূষণের মাত্রা প্রতিরোধে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। সুও মোটা কগনিজেন্সের মাধ্যমে আগামী ১৭ মার্চের মধ্যে এ বিষয়ে রাজ্য সরকারের বিস্তারিত রিপোর্ট তলব করেছে ট্রাইবিউনাল।
from Uttarbanga Sambad http://ift.tt/2menaW1
March 02, 2017 at 11:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.