উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালদাঃ প্রতিটি জেলায় শাসকদলের ‘তাঁবেদার পুলিশ’-এর তালিকা তৈরির নির্দেশ দিল বিজেপি। আগামী একমাসের মধ্যে ওই তালিকা তৈরি করে পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে। শুধু তাঁবেদার পুলিশই নয়, শাসকদলের ‘গুণ্ডাবাহিনীর’ তালিকাও তৈরি করে তুলে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের হাতে।
বুধবার মালদায় এক সাক্ষাত্কারে এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সাদারণ সম্পাদক তথা উত্তরবঙ্গের দলীয় পর্যবেক্ষক প্রতাপ ব্যানার্জি। এদিন তিনি মালদায় এসে জেলা নেতৃত্ব সহ মণ্ডল কমিটির সভাপতিদের নিয়ে সভা করে এমনই নির্দেশ দেন। একইসঙ্গে তিনি বলেন, ‘আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে বিজেপি। কিন্তু যা পরিস্থিতি, তাতে রাজ্যে অবাধে নির্বাচন করতে দেবে না শাসকদল। তবে, বিজেপি রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে মণ্ডল নেতৃত্ব সকলেই সেই পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।’
এদিন প্রতাপ ব্যানার্জির সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি-র জেলা সভাপতি সুব্রত কুণ্ডু, অজয় গাঙ্গুলি ও মানবেন্দ্র চক্রবর্তী।
from Uttarbanga Sambad http://ift.tt/2nJV32M
March 22, 2017 at 10:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন