রায়গঞ্জে শুরু হল পাসপোর্ট সেবাকেন্দ্র

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রায়গঞ্জঃ উত্তরদিনাজপুর জেলায় রায়গঞ্জে মুখ্য ডাকঘরে চালু হল পাসপোর্ট সেবাকেন্দ্র।

এ প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, ‘এতদিন পাসপোর্টের জন্য এই অঞ্চলের বাসিন্দাদের বহরমপুর, কলকাতা বা গ্যাংটক যেতে হত। বিভিন্ন সময় দালালের হাতে পড়তে হত। তবে এখন থেকে এই সমস্যা থাকবে না।’

রিজিওনাল পাসপোর্ট অফিসার বিভূতিভূষণ কুমার বলেন, ‘পাসপোর্ট তৈরি করতে লাগবে ১৫০০ টাকা। অনলাইনের মাধ্যমে যেকোনো ইন্টারনেট ক্যাফেতে আবেদন করার পর, সেই সব কাগজপত্র জমা করতে হবে এই মুখ্য ডাকঘরে। এরপর ৪০ দিনের মধ্যে ডাক মারফত পাসপোর্ট চলে আসবে আবেদনকারীর বাড়িতে।’ তিনি আরও বলেন, ‘রায়গঞ্জেরএই মুখ্য ডাকঘরের পাসপোর্ট সেবাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। দালালরা যাতে সক্রিয় না হতে পারে, সেই জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। সারা ভারতবর্ষে ৩৮টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবাকেন্দ্র চালু হয়েছে, যার মধ্যে রয়েছে রায়গঞ্জ, কৃষ্ণনগর, আসানসোল।’



from Uttarbanga Sambad http://ift.tt/2mNiO9N

March 06, 2017 at 10:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top