নিজস্ব অ্যাপ চালু করছে গৌড় কলেজ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, পুরাতন মালদাঃ উত্তরবঙ্গে এই প্রথম পুরাতন মালদার  গৌড় কলেজে নিজস্ব অ্যাপ চালু হতে চলেছে। এই অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা কলেজের যাবতীয় তথ্য পেয়ে যাবেন একটি ক্লিকেই। স্মার্টফোনে গুগল প্লে স্টোরে এই অ্যাপটি ডাউনলোড করে নিলেই কলেজের নোটিশ, ছাত্রছাত্রীদের হাজিরা, ক্লাস সংক্রান্ত যাবতীয় খবর জানা যাবে। ছাত্রছাত্রীদের কোনো অভিযোগ থাকলে তাও অ্যাপের মাধ্যমেই জানানো যাবে কর্তৃপক্ষকে। ছাত্রছাত্রীদের যাবতীয় তথ্যও অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।

কলেজ সূত্রে জানা গিয়েছে, অ্যাপ নিয়ে এখনো কাজ চলছে। খুব শীঘ্রই তা কলেজে চালু হয়ে যাবে। অ্যাপ ছাড়াও ভার্চুয়াল ক্লাসরুমও চালু হচ্ছে গৌড় কলেজে। ওয়াইফাই জোনের পাশপাশি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে কলেজ চত্বর।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল ক্লাসরুমটি চলবে। এই পদ্ধতিতে ছাত্রছাত্রীরা কলকাতা বা দিল্লির অধ্যাপকদের সঙ্গেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস করতে পারবেন। প্রয়োজনে অধ্যাপকদের মতামত ও ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তর রেকর্ডও করা যাবে।

গৌড় কলেজে ভার্চুয়াল ক্লাসঘর তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে চলতি মাসেই তা চালু হয়ে যাবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2nawtqz

March 19, 2017 at 08:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top