ব্রিজটাউন, ১০ মার্চ- প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল ইংল্যান্ড। এবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দিলো ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। দলীয় ২৭ রানে সাজঘরে ফেরেন রয় (১৭)। এরপর রুটকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অ্যালেক্স হেলস। দুই জনে মিলে গড়েন ১৯২ রানের জুটি। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন হেলস (১১০)। নবম শতক হাঁকিয়ে আউট হন রুট (১০১)। আর শেষ দিকে স্টোকসের ঝড়ো ৩৪ রান করলে ৩২৮ রানের বিশাল সংগ্রহ পায় সফরকারীরা। ৩২৯ রানের পাহারসম লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। সর্বোচ্চ ৪৬ রান করেন ছয় নম্বরে নামা জোনাথন কার্টার। ফলে ১৮৬ রানের বিশাল ব্যবধানের জয় পায় ইংলিশরা। রানের হিসেবে এটি ইংল্যান্ডের পঞ্চম বড় জয়। আর/১০:১৪/১০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n5FOR9
March 10, 2017 at 04:30PM
10 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top