মো. আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেট জেলা ছাত্রলীগের যাচাই-বাছাই জালে আটকে আছে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। বিশ্বনাথ ছাত্রলীগের কর্মী সম্মেলনের ১৩দিন অতিবাহিত হলেও কমিটি ঘোষণা করতে পারেনি জেলা ছাত্রলীগ। তাই হতাশ হয়ে পড়েছেন পদ-প্রত্যাশী নেতারা। এ নিয়ে দলের ভেতর ও বাহিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।
কমিটির সভাপতি পদে আবদুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট ও শীতল বৈদ্য মূল আলোচনায় রয়েছেন। তাদের নিয়ে স্থানীয় সংগঠনের ভেতরে চলছে স্নায়ুযুদ্ধ। কমিটির সভাপতি হতে তাদের সাধ্যমতে সিনিয়র নেতাদের কাছে তদবির চালিয়ে যাচ্ছেন। রাত-দিন রাজপথে কর্মীদের নিয়ে চালিয়ে যাচ্ছেন কার্যক্রম।
কিন্তু তারপরেও এই তিন নেতার মধ্যে দলের জন্য কে কতটা সক্রিয় ও নিষ্ক্রীয় রয়েছেন এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। সভাপতি প্রার্থী মুহিবুর রহমান সুইট রাজনৈতিক তদবিরের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরব। তবে কারা আসছেন ছাত্রলীগের দায়িত্বে এনিয়ে নেতাকর্মীর মধ্যে কানাঘোষা প্রতিনিয়ত চলছে।
১৬ মার্চ কর্মী সম্মেলনের নামে অনুষ্ঠিত হয় উপজেলা ছাত্রলীগের সম্মেলন। ওই সম্মেলন শেষে জেলা ছাত্রলীগের কাছে প্রার্থীদের সিভি জমা দিতে নির্দেশ দেয়া হয়। আর ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে সভাপতি পদে আবদুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট ও শীতল বৈদ্য জেলা ছাত্রলীগের কমিটির কাছে সিভি জমা দেন। ওই সম্মেলনে ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। ফলে বর্তমানে ছাত্রলীগের কমিটি নেই।
এদিকে সাধারণ সম্পাদক পদে শাহ বুরহান আহমদ রুবেল, মোবারক হোসেন ও কাওসার মিয়া সিভি জমা দিয়েছেন বলে জানা গেছে। কিন্তু ওই কর্মী সম্মেলনের ১৩ দিন অতিবাহিত হলেও কমিটি ঘোষণা করেনি জেলা ছাত্রলীগ।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন– সিভি যাচাই-বাছাই চলছে। তবে শিগগিরই তারা কমিটি ঘোষণা করবেন বলে জানান।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2o2LrQe
March 28, 2017 at 09:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন