ইসলামাবাদ, ০৫ মার্চ- একটু পরই শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের ফাইনাল । লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শিরোপা জয়ের এ যুদ্ধে মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। জয়ের জন্য মুখিয়ে আছে দুই দলই। শিরোপা জয়ের পর অভিনব কায়দায় তা উর্যাপনের ঘোষনা দিয়েছেন ফাইনালিস্ট পেশোয়ার জালমির অধিনায়ক ড্যারেন স্যামি। এক ভিডিও বার্তায় ওয়েস্ট ইন্ডিজের এ ক্রিকেটার জানিয়েছেন, যদি পিএসএল ফাইনালে পেশোয়ার জেতে, তাহলে আমরা সবাইমাথা ন্যাড়া করে ফেলবো। পিএসএলের এই ফাইনাল ম্যাচটি অবশ্যই ঐতিহাসিক। নিরাপত্তা ঝুঁকির সর্বোচ্চ অবস্থা বিরাজ করছে পাকিস্তানে। তারওপর লাহোরে গত মাসেই দুবার বোমার বিস্ফোরণ ঘটেছে। এমনই এক পরিস্থিতিতে লাহোরে পিএসএলের ফাইনাল আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সুতরাং এই ফাইনালই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। এ নিয়েই পাকিস্তান টেস্ট ক্রিকেটার ইউনিস খানের সঙ্গে মজা করছিলেন ড্যারেন স্যামি। ইউনিস খান স্যামিকে জিজ্ঞাসা করেছিলেন, পেশোয়ার জিতলে তিনি কী করতে পছন্দ করবেন। মজা করেই তখন স্যামি উত্তর দিলেন, পেশোয়ারের সব খেলোয়াড়ই মাথা ন্যাড়া করে ফেলবে। এমনকি বসও। বস বলতে ড্যারেন স্যামি পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদিকেই বুঝিয়েছেন। যদিও জাভেদ আফ্রিদি এমন প্রস্তাবে মাথা ঝাঁকিয়ে না সূচক উত্তরই দিয়ে দিলেন। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ম্যাচ জয়ে কিংবা উইকেট পাওয়ার পর সেলফি উৎসব করেছেন রাজশাহী কিংসের এ অধিনায়ক। এফ/২১:০৫/০৫মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mTs8p3
March 06, 2017 at 03:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top