মন্ত্রী-আমলাদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ি, ২৯ মার্চঃ স্বাস্থ্য থেকে শুরু করে রাস্তা গ্রামীণ জল সরবরাহের নতুন প্রকল্প ঘোষণা করলেও জলপাইগুড়ি জেলায় বিভিন্ন প্রকল্পে কাজের গতি নিয়ে রীতিমতো অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সরোজেন্দ্র দেবরায়কত কলাকেন্দ্রে প্রশাসনিক বৈঠকে তিনি কয়েকজন মন্ত্রী এবং বিভাগীয় সচিবদের কড়া ধমকও দেন।

গজলডোবায় পর্যটন হাবের কাজের গতি নিয়ে মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট। প্রশাসনিক বৈঠকে পর্যটনমন্ত্রী গৌতম দেবকে মুখ্যমন্ত্রী বলেন, ‘অর্থ দপ্তর এই প্রকল্পের যাবতীয় বরাদ্দ ঘোষণা করবার পরেও কাজের অগ্রগতি হচ্ছে না। পরিবেশ বিভাগের ছাড়পত্রও দেওয়া হয়েছে। গৌতম, গজলডোবার কাজে গতি আনতেই হবে। এটা আমার স্বপ্নের প্রোজেক্ট।’

সমাজকল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রোশনি সেনকে তিনি বলেন, ‘কন্যাশ্রী প্রকল্পের অগ্রগতি জলপাইগুড়ি জেলায় মোটেই সন্তোষজনক নয়।’ রোশনি সেন জানান যে বিভিন্ন এনকোয়ারি করতে সময় লাগছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এটা তো চোর-ডাকাতের এনকোয়ারি নয়, সিআইডি-র এনকোয়ারি নয়। গাফিলতি হচ্ছে।’ পূর্তসচিব ইন্দিবর পান্ডেকে তিনি প্রশ্ন করেন, ‘পূর্ত দপ্তরের ৫৬টি প্রকল্পের ৪১টি সম্পূর্ণ হয়নি। কেন দেরি হচ্ছে?’



from Uttarbanga Sambad http://ift.tt/2nKG2Nj

March 29, 2017 at 12:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top