উদ্ধার ৯২ হাজার টাকার জালনোট, গ্রেফতার ১

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালদাঃ ফের জালনোট উদ্ধার করল পুলিশ। তবে এবার খোদ মালদা শহরের বুকে উদ্ধার হল ৯২ হাজার টাকার দু’হাজারি জালনোট। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে শহরের রথবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে ইংরেজবাজার থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৪৬টি ২০০০ টাকার জালনোট। ধৃতের নাম মুকুলেশ মিয়াঁ ওরফে ভুট্টো। কালিয়াচকের সারদা পাগলটোলা এলাকার বাসিন্দা। ঘটনাস্থলেই গ্রেফতার করে ধৃতকে ইংরেজবাজার থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয় ধৃতকে। সম্ভবত জাল দু’হাজারি নোটগুলি ভিনরাজ্যে পাচারের চেষ্টায় ছিল সে। তবে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

৪৮৯ (বি) ও ৪৮৯ (সি) ধারায় মামলা রুজু করে রবিবার ১০ দিনের পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়।

পাশাপাশি, গত ২৭ ফেব্রুয়ারি বৈষ্ণবনগর এলাকায় প্রচুর পরিমাণে জালনোট সহ ধরা পড়ে ওই বুলবুল শেখ। ধৃতের বিরুদ্ধে ৪৮৯ (বি) ও ৪৮৯ (সি) ধারায় মামলা রুজু করেছিল বৈষ্ণবনগর থানার পুলিশ। এদিন তাকেও আদালতে তোলা হয়।

এদিকে, শনিবার বিকেলেই মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান ফেরিঘাট থেকেও ২ লক্ষ টাকার দু’হাজারি নোট উদ্ধার করা হয়েছে। পাচারকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। ওই দুষ্কৃতী জলপথে জাল ২০০০ টাকার নোটগুলি পাচারের চেষ্টায় ছিল। তবে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ফেরিঘাটেই ধরে ফেলে তাকে। একের পর এক জালনোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে মালদা জেলায়। আশঙ্কা ছড়াচ্ছে জেলার সাধারণ মানুষের মধ্যে।



from Uttarbanga Sambad http://ift.tt/2mTC81J

March 05, 2017 at 10:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top