লস অ্যাঞ্জেলস, ০১ মার্চ- বেশ কদিন আগে খবরে স্পাইডারম্যান খ্যাত অভিনেত্রী কিরস্টিন ডান্সটের বাগদানের খবর প্রকাশিত হয়। জানা যায়, তার সহ-অভিনেতা জেসে প্লেমনসের সঙ্গে বাগদান করেছেন কিরস্টিন। এবার নাকি বিয়ের পরিকল্পনা করছেন এই অভিনেত্রী। যদিও নিজেদের প্রেমের সম্পর্ক সবসময় গোপন রেখেছেন কিরস্টিন। তাকে ২০১৭ সালের শুরুর দিকে বেশ কিছু অনুষ্ঠানে দেখা গেছে, যেখানে স্পটলাইট কেড়ে নিয়েছে তার হাতের এঙ্গেজমেন্ট রিং। গত শনিবার ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুজনে এলেন হাতে হাত রেখে। হাঁটলেন লাল গালিচায়। তবে কিরস্টিনের প্রেমিক জেসে জানালেন, এত জলদি বিয়ে করে সংসারী হচ্ছেন না তারা। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জেসে বলেন, আমরা বিয়ের সময় বের করে নেব। তার আগে আমরা আরেকটু সময় চাইছি। ওদিকে কিরস্টিন বলেন, এই সময়টা আমরা বেশ উপভোগ করছি। হয়ত আগামী বসন্তেই বাজবে বিয়ের সানাই! ফার্গো ছবিতে কাজ করার সময়েই সম্পর্ক তৈরি হয় তাদের। ছবিতে কিরস্টিনের স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন প্লেমনস। এরপর থেকেই কিরস্টিন ও প্লেমনসের প্রেমের সম্পর্ক তৈরি হয়। গতবছরের মে মাসে দুজনকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে বিভিন্ন জায়গায়। সম্প্রতি জানা গেছে, আসন্ন একটি ছবিতে কাজ করতে চলেছেন এই জুটি। ছবির নাম দ্য বেল জার। ছবিটি নাকি পরিচালনা করবেন কিরস্টিন নিজেই। আর এতে অতিথি চরিত্রে থাকবেন জেসে। বাগদত্তার পরিচালনায় কাজের অভিজ্ঞতা দারুণ বলেই জানালেন জেসে। সূত্র- ডেকান ক্রনিকলস আর/১০:১৪/০১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lrI7c5
March 02, 2017 at 06:01AM
02 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top