মুম্বাই, ২৬ মার্চ- এক সময়ের দারুণ জুটি, কারিনা-শাহিদ কাপুর। অবশ্য এখন বিয়ে করেছেন দুজনই। সন্তানের বাবা-মাও হয়েছেন। তবুও অতীত প্রেম এখনও পিছু ছাড়েনি শাহিদ-কারিনার। শাহিদের মতে তাঁদের সেই সম্পর্ক নাকি ওয়ার্ল্ড সিক্রেট! সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে শাহিদকে তাঁর অতীত নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তাঁর পুরনো প্রেমের কথা। শুনে দৃশ্যতই অবাক হয়ে যান শাহিদ। উল্টে প্রশ্ন করেন, কী তাঁর সেই গোপন অতীত যা প্রশ্নকর্তা জানেন? তখন অন্য এক নারী শাহিদের পুরনো প্রেম কারিনা কাপূরের কথা বললে শাহিদের জবাব, এটা আর কী করে গোপন হবে ম্যাডাম? এটা তো সবাই জানে। ওয়ার্ল্ড সিক্রেট। ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত নাকি সম্পর্ক ছিল কারিনা ও শাহিদ কাপূরের। তাঁদের শেষ ছবি যব উই মেট। ব্রেক আপের পর কারিনা প্রেমে পড়েন সাইফ আলি খানের। বিয়েও হয় তাঁদের। আপাতত তাঁরা ছোট্ট তৈমুরের গর্বিত বাবা-মা। অন্যদিকে ২০১৫-য় শাহিদের বিয়ে হয় মীরা রাজপুতের সঙ্গে। মেয়ে মিশাকে নিয়ে পারিবারিক জীবনে ব্যস্ত তাঁরাও। ইন্ডিয়া ডটকম। আর/১৭:১৪/২৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2o62her
March 27, 2017 at 12:23AM
26 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top