কলকাতা, ০৭ মার্চ- শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে আমন্ত্রণ জানানোই নয় , তাঁর দলের সঙ্গেও সখ্য বাড়াতে চায় চিনের কমিউনিস্ট সরকার৷ সেই লক্ষ্যে তৃণমূলের কোনও প্রতিনিধি দলকে সে দেশে পাঠানোর জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন চিনা প্রতিনিধিরা৷ মুখ্যমন্ত্রী অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি৷ নবান্ন সূত্রের খবর , কয়েক দিন আগে চিনের রাষ্ট্রদূত লিউও ঝাউহুর নেতৃত্বে পাঁচ সদস্যের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন৷ তাঁরা মুখ্যমন্ত্রীকে চিন সফরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানোর পাশাপাশি রাজ্যের ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা , বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব অনেকটাই বেড়েছে৷ ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থান চিনের একেবারে কাছে৷ সে জন্য পশ্চিমবঙ্গকে পুরো পূর্ব ভারতের গেটওয়ে বলা হয়ে থাকে৷ তাই আন্তর্জাতিক কূটনীতির স্বার্থেই পশ্চিমবঙ্গের ক্ষমতসীন দলের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চাইছে চিন৷ দীর্ঘদিন ধরেই চিনে এক পার্টির সরকার চলছে৷ সেখানে দলের গুরুত্ব অপরিসীম৷ সম্ভবত , সেই কারণেই সরকারি স্তরে যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি রাজ্যের ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিতে চাইছে চিন সরকার৷ যদিও তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রথম পাঁচ বছর মমতার সঙ্গে ভাব জমানোর কোনও চেষ্টাই করেনি তারা৷ চিনের সঙ্গে বাংলার যোগাযোগ অবশ্য বহুদিনের৷ দীর্ঘ পথ পেরিয়ে পায়ে হেঁটে চিনা পর্যটক হিউয়েন সাং শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণে তথা মুর্শিদাবাদে পা রেখেছিলেন বলে শোনা যায়৷ দার্জিলিংয়ের কালিম্পংয়ের লাগোয়া সিল্ক রুট ধরে এক সময় চিন থেকে রেশম ও পশম আসতো ভারতে৷ আন্তর্জাতিক বাণিজ্যি ছাড়াও সাংস্কৃতিক আদানপ্রদানও হত৷ স্বাধীনতার পর সিল্ক রুট চিরতরে বন্ধ হয়ে যায়৷ সম্প্রতি কালিম্পংয়ে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন , সিল্ক রুট দিয়ে যাতে আবার নতুন করে দুদেশের মধ্যে ব্যবসা -বাণিজ্য শুরু হয় , তার জন্য উদ্যোগ নেবেন তিনি৷ এফ/২১:৪৫/০৭মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n1MCfI
March 08, 2017 at 03:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top