টেস্ট ক্রিকেটে রেকর্ডের বরপুত্র কাকে বলা হয়? এই প্রশ্নের জবাবে নিঃসন্দেহে বলবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারার কথা। তবে এক্ষেত্রে ভারতের শচীন টেন্ডুলকার ও ক্যারিবিয়ান লারার মধ্যে কে সেরা এই নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবারই। অনেক ক্রিকেট ভক্ত এক্ষেত্রে ভারতীয় ব্যাটিং স্তম্ভকে এগিয়ে রাখলেও বেশির ভাগ ক্রিকেট বোদ্ধার মতে দ্রুত রান তোলায় সবচাইতে সেরা ব্রায়ান লারা। অবশ্য লারাকে সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি দেয়ার পেছনে ভুরি ভুরি কারণ আছে। রানের ফুলঝুরি ছোটানোর ক্ষেত্রে লারার জুরি খুব কমই আছে ক্রিকেট বিশ্বে। এর একটি ছোট্ট উদাহরণ হলো ১৯৯৪ সালের কাউন্টি ক্রিকেটে লারার একদিনে ৩০০ রানের অবিশ্বাস্য ইনিংসটি। আজ থেকে ১৭ বছর আগে কাউন্টি ক্রিকেটে ৫০১ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেন লারা। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে কোন ব্যাটসম্যানের পাঁচ শতাধিক রানের এটাই প্রথম রেকর্ড। আর দুর্দান্ত এই ইনিংসটি খেলার পথে মাত্র ১৯তম ক্রিকেটার হিসেবে একদিনে তিন শতাধিক রানের রেকর্ডটিও নিজের দখলে নেন ক্যারিবিয়ান এই কিংবদন্তী। আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে লারার অপরাজিত ৪০০ রানের বিশ্বরেকর্ডটি তো আজও কেউ ভাঙ্গতে পারেনি। ২০০৪ সালের ১২ এপ্রিল প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮২ বলে ৪০০ রানের ইনিংসটি খেলেন ব্রায়ান চার্লস লারা। আর তাঁর এই মহাকাব্যিক ইনিংসে ৭৫১ রানের পাহাড় তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ডের বরপুত্র সেই লারা যখন কোনো দেশকে নিয়ে প্রশংসা বাণী শোনান, তখন সেটি প্রকৃতপক্ষেই অনেক বড় কিছু বলে বিবেচিত হয়। আর দেশটি যখন হয় বাংলাদেশ তখন তা অনেক বেশি অনুপ্রেরণাদায়ক। বৃহস্পতিবার গণমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথনের এক পর্যায়ে ক্যারিবিয়ান কিংবদন্তী বাংলাদেশকে একটি পরিণত দল হিসেবে আখ্যা দিয়েছেন। লারা বলেন, বাংলাদেশ দল এখন অনেক পরিণত। গত কয়েক বছর ধরে দুর্দান্ত পারফর্মেন্স করে আসছে টাইগাররা। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে বর্তমানে তারা যেকোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে। সুতরাং টাইগারদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন লারা নিজেও। তিনি বলেন, গেল কয়েক বছর ধরে দারুন পারফর্ম করছেন বাংলাদেশ। আমি বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। এফ/২১:৪৫/২৩মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mwunCl
March 24, 2017 at 03:44AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.