কানাইঘাট: যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর নামফলক ভেঙে দিয়েছেন কানাইঘাটের মুক্তিযোদ্ধারা। কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদের মূল প্রবেশদ্বারে লাগানো ছিলো শীর্ষ এ যুদ্ধাপরাধীর নামখচিত ফলক।
জানা যায়, মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের এক প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে লাগানো যুদ্ধাপরাধী নিজামীর নামফলক অপসারণের দাবী উত্থাপন করেন।
এসময় নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম জানান, যেসব প্রতিষ্ঠানে যুদ্ধাপরাধীদের নাম রয়েছে তা অপসারণে সরকারি পরিপত্র রয়েছে।
একপর্যায়ে প্রস্তুতি মূলক সভা থেকে বেরিয়ে বিকেল ২টায় কেন্দ্রীয় জামে মসজিদের মূল প্রবেশদ্বারে লাগানো নিজামীর নামফলক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমান ও মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হকের নেতৃত্বে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়।
গত ৪ দলীয় জোট সরকারের সময়ে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী এ কেন্দ্রীয় জামে মসজিদটি সম্প্রসারণের সময় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তৎকালীন ৪ দলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী জামায়াতের কেন্দ্রীয় আমির মতিউর রহমান নিজামী কানাইঘাটের একটি অনুষ্ঠানে যোগদান করে মসজিদটির সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন। উদ্বোধনের নাম ফলকটি মসজিদের মূল প্রবেশদ্বারে খোদাই করে লাগানো হয়। অন্যপাশে তৎকালীন সংসদ সদস্য ফরিদ উদ্দিন চৌধুরীর নাম ফলক ছিল। দু’টি নাম ফলক মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ অপসারণ করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক জানান, মহান স্বাধীনতার এ মাসে যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডে দণ্ডিত নিজামীর নামফলক মসজিদ থেকে অপসারণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mDrn6q
March 08, 2017 at 07:15AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন