পাচারের আগে উদ্ধার ৫০টি গোরু

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মংপংঃ পাচারের আগে উদ্ধার হল ৫০টি গোরু। জানা গিয়েছে, রবিবার মংপং এলাকায় কড়া তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় শিলিগুড়ি থেকে মালবাজারের দিকে একটি ট্রাককে থামতে বলেন পুলিশকর্মীরা। কিন্তু ট্রাকটি না থেমে পালানোর চেষ্টা করে। এরপর ট্রাকটির পিছু ধাওয়া করে পুলিশ। প্রায় ১৫ কিলোমিটার পেরিয়ে ধুমসিগাড়া এলাকায় আটক করা হয় ট্রাকটিকে। তবে ট্রাকচালক পলাতক।

মংপং পুলিশ ইনচার্জ উত্তম সিং বলেন, ‘গাড়িটি করে গোরুগুলি কোথায় পাচার হচ্ছিল, তার খোঁজখবর চলছে। গাড়ির মালিকের সন্ধান চলছে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2mOQxPb

March 12, 2017 at 04:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top